সিরিয়া যুদ্ধে জড়িত বিদেশিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
সিরিয়া যুদ্ধে জড়িত বিদেশিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
সিরিয়া সরকারের বিরুদ্ধে ২০টি দেশ থেকে আসা সন্ত্রাসীরা যুদ্ধ করছে। এই ২০টি দেশের মধ্যে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়। সৌদি আরবের প্রায় ১২ হাজার নাগরিক সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। পাশ্চাত্যের একটি জরিপ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে।
এ সংক্রান্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত সৌদি আরবের ৩,৮৭২ জন নাগরিক নিহত এবং অপর ২,৬৮৯ জন নিখোঁজ হয়েছে।
চেচনিয়ার প্রায় ১৪ হাজার নাগরিক সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে যার মধ্যে এ পর্যন্ত ৩,৬৭১ জন নিহত ও অপর ১,৩৯৭ জন নিখোঁজ হয়েছে। সিরিয়া যুদ্ধে অংশ নেয়া তিউনিসিয়ার অবস্থান ষষ্ঠ এবং এ পর্যন্ত দেশটির ২,৬৪৫ জন নাগরিক নিহত ও ১,৩১৫ জন নিখোঁজ হয়েছে।
তিউনিসিয়ার দৈনিক আশ্ শারওয়াক এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, তিউনিসিয়ার যেসব নাগরিক সিরিয়া যুদ্ধে নিহত হয়েছে তাদের মধ্যে অনেক নারী যোদ্ধাও রয়েছে। এতে বলা হয়েছে, তিউনিসিয়ার ১৮ জন নারী যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া, সিরিয়া যুদ্ধে অংশ নেয়া মরক্কোর ১০ জন, সৌদি আরবের সাত জন, চেচনিয়ার ছয় জন ও লেবাননের চার জন নারী যোদ্ধা নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন