দোয়া-এ আহাদ

দোয়া-এ আহাদ

দোয়া আহাদ, আহাদ, দোয়া, ইমাম, ইমাম জাফর সাদিক্ব , জাফর সাদিক্ব , ইমাম মাহদী , তাওরাত, যাবুর , ইন্জিল, কোরআন, নবী, ফেরেস্তা
ইমাম জাফর সাদিক্ব (আ.) থেকে বর্ণিতঃ যদি কেউ ৪০ দিন সকালে এই দোয়ার তেলাওয়াত করে তাহলে সে ইমাম মাহদী (আ.) এর সাহায্যেকারীদের মধ্যে একজন হবে আর যদি সে ইমাম (আ.) এর আবির্ভাবের পূর্বেই মারা যায় তাহলে তাকে খোদার বিশেষ রহমতে স্থান দান করা হবে এবং তার হাজার ‍গুনাহ মাফ করা হবে এবং হাজার হাসানাত বা সওয়াব তার আমল নামায় লিখা হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
اَللّـهُمَّ رَبَّ النُّورِ الْعَظيمِ ، وَ رَبَّ الْكُرْسِيِّ الرَّفيعِ
হে আল্লাহ! সুবিশাল আলোর প্রভু, সুউচ্চ আসনের প্রভু,
وَ رَبَّ الْبَحْرِ الْمَسْجُورِ ، وَ مُنْزِلَ التَّوْراةِ وَ الاِْنْجيلِ وَ الزَّبُورِ
উত্তাল সমুদ্রের প্রভু, যিনি তাওরাত, যাবুর ও ইন্জিল পাঠিয়েছেন,
وَ رَبَّ الظِّلِّ وَ الْحَرُورِ ، وَ مُنْزِلَ الْقُرْآنِ الْعَظيمِ
হে ছায়া ও উষ্ঞতার প্রভু, যিনি মহিমান্বিত কোরআন পাঠিয়েছেন,
وَ رَبَّ الْمَلائِكَةِ الْمُقَرَّبينَ وَ الاَْنْبِياءِ وَ الْمُرْسَلينَ
হে নিকটতম ফেরেস্তাদের প্রভু এবং নবী ও রাসুলের প্রভু,
اَللّـهُمَّ اِنّي اَسْاَلُكَ بِوَجهِک الْكَريمِ
হে আল্লাহ! আমি আপনার দয়ালু চেহারার মাধ্যমে প্রার্থনা করছি,
وَ بِنُورِ وَ جْهِكَ الْمُنيرِ وَ مُلْكِكَ الْقَديمِ ، يا حَيُّ يا قَيُّومُ এবং উজ্জল আলোর মাধ্যমে যা আপনার উজ্জল চেহারা এবং চীরস্থয়িী রাজত্বের হে চীরন্জিব! হে চীরস্থায়ী!
اسئلك باسمك الذي اشرفت به السموات و الارضون
প্রার্থনা করছি আপনার সেসব নামরে মাধ্যমে যা আসমান জমিনের সবকিছুকে আলোকিত করে
وَ بِاسْمِكَ الَّذي يَصْلَحُ بِهِ الاَْوَّلُونَ وَ الاْخِرُونَ
এবং আপনার সেসব নামের মাধ্যমে যা আগের ও পরের লোকদের সংশোধন করেছে,
يا حَيّاً قَبْلَ كُلِّ حَيٍّ وَ يا حَيّاً بَعْدَ كُلِّ حَيٍّ وَ يا حَيّاً حينَ لا حَيَّ
হে চীরন্জিব! আপনি সব জীবনের অগেও অস্তিত্বে ছিলেন এবং আপনি সব জীবনের মৃত্যুর পরেও অস্তিত্বে থাকবেন এবং হে চীরন্জিব! আপনি তখনও ছিলেন যখন কোন জীবন ছিল না।
يامُحْيِيَ الْمَوْتى وَمُميتَ الْأَحياءِ يا حي لا الله الا انت
হে মৃতকে জিবীতকারী হে জিবীতকে মৃতদানকারী হে চীরন্জিব! আপনি ছাড়া কোন প্রভু নেই।
اَللّـهُمَّ بَلِّغْ مَوْلانَا الاِْمامَ الْهادِيَ الْمَهْدِيَّ الْقائِمَ بِاَمْرِكَ
হে আল্লাহ! সালাম পৌছে দিন আমাদের মওলার কাছে যিনি হেদায়াতকারী ইমাম মাহদী
في مَشارِقِ الاَْرْضِ وَ مَغارِبِها سَهْلِها وَ جَبَلِها وَ بَرِّها وَ بَحْرِها ،وَ عَنّي وَ عَنْ والِدَيَّ مِنَ الصَّلَواتِ
ও তাঁর পবিত্র পূর্ব পুরুষদের উপরে সব মুমিন পুরুষ ও নারীদের পক্ষ থেকে যারা জমিনের পূর্বে ও পশ্চিমে আছে, উপত্যকায় ও পাহাড়ে আছে, স্থলে ও সমুদ্রে আছে এবং আমার ও আমার পিতা-মাতার পক্ষ থেকে
زِنَةَ عَرْشِ اللهِ ، وَ مِدادَ كَلِماتِهِ ، وَ ما اَحْصاهُ عِلْمُهُ وَ اَحاطَ بِهِ كِتابُهُ
এ পরিমাণ সালাম যা আল্লাহর আরশের সমান, আল্লাহর কথার কালির পরিমাণ এবং যা আপনার জ্ঞানে আছে এবং কিতাব বর্ণনা করেছে।
اَللّـهُمَّ اِنّي اُجَدِّدُ لَهُ في صَبيحَةِ يَوْمي هذا وَ ما عِشْتُ مِنْ اَيّامي عَهْداً وَ عَقْداً وَ بَيْعَةً لَهُ في عُنُقي
হে আল্লাহ! আমি নবায়ন করছি এ সকালে এবং আগামী সব দিনের জন্য যে, আমার সার্বক্ষণিক চুক্তি, প্রতিজ্ঞা এবং আনুগত্য তারই জন্য ঘাড়ে তুলে নিচ্ছি;
لا اَحُولُ عَنْها وَ لا اَزُولُ اَبَداً
এ থেকে কখনও ফিরে যাব না এবং তা ব্যার্থও হতে দিব না।
اَللّـهُمَّ اجْعَلْني مِنْ اَنْصارِهِ وَ اَعْوانِهِ وَ الذّابّينَ عَنْهُ وَ الْمُسارِعينَ اِلَيْهِ في قَضاءِ حَوائِجِهِ
হে আল্লাহ! আমাক তাদের মাঝে রাখুন যারা তার সাহায্যে সহযোগিতা এবং প্রতিরক্ষার কাজ করবে। এবং মূহুর্তের মধ্যে তার ইচ্ছা অনুযায়ি কাজ করবে এবং দৃঢ়ভাবে তার আদেশ মেনে চলবে,
وَ الْمُمْتَثِلينَ لاَِوامِرِهِ وَ الُْمحامينَ عَنْهُ ، وَ السّابِقينَ اِلى اِرادَتِهِ وَ الْمُسْتَشْهَدينَ بَيْنَ يَدَيْهِ
তার নির্দেশনা বাস্তবায়নে পরস্পর প্রতিযোগিতা করবে এবং তারই সামনে শাহাদতের সাক্ষ্য দেবে।
اللّـهُمَّ اِنْ حالَ بَيْني وَ بَيْنَهُ الْمَوْتُ الَّذي جَعَلْتَهُ عَلى عِبادِكَ حَتْماً مَقْضِيّاً
হে আল্লাহ! যদি আমার ও তার মাঝে মৃত্যু এসে উপস্থিত হয়, কারণ আপনি মৃত্যুকে আপনার দাশদের জন্য অবধারিত করেছেন,
فَاَخْرِجْني مِنْ قَبْري ، مُؤْتَزِراً كَفَنى ، شاهِراً‌ سَيْفي ، مُجَرِّداً قَناتي، مُلَبِّياً دَعْوَةَ الدّاعي فِي الْحاضِرِ وَ الْبادي
তাহলে আমাকে কাফন পরা অবস্থায় কবর থেকে উঠাবেন খোলা তরবারী হাতে এবং বিষাক্ত বর্ষা সহ, যখন শহর ও মরুভুমিতে আহবানকারী ডাকতে থাকবে।
اَللّـهُمَّ اَرِنيِ الطَّلْعَةَ الرَّشيدَةَ ، وَ الْغُرَّةَ الْحَميدَةَ
হে আল্লাহ! আমাকে সুযোগ দিন পথ প্রদর্শনকারীকে ও প্রশংসিত চেহারাটি দেখার
وَ اكْحُلْ ناظِري بِنَظْرَة منِّي اِلَيْهِ
এবং আমার চোখকে শান্ত করুন তার দৃষ্টির আলোর মাধ্যমে যার প্রতি আমি ঝুঁকে আছি।
وَ عَجِّلْ فَرَجَهُ وَ سَهِّلْ مَخْرَجَهُ ، وَ اَوْسِعْ مَنْهَجَهُ وَ اسْلُكْ بي مَحَجَّتَهُ
তাকে এখনই পাঠান, তার আগমণকে সহজ করুন এবং তার পথকে প্রশস্ত করুন এবং আমাকে তার পথে পরিচালিত করুন,
وَ اَنْفِذْ اَمْرَهُ وَ اشْدُدْ اَزْرَهُ ، وَ اعْمُرِ اللّـهُمَّ بِهِ بِلادَكَ ، وَ اَحْيِ بِهِ عِبادَكَ
তার কতৃত্বকে বাস্তবায়িতত করুন, তার পিঠকে শক্তিশালী করুন, আপনার শহরগুলোতে তাকে বসবাস করান এবং আপনার দাশদের জিবীত করুন।
فَاِنَّكَ قُلْتَ وَ قَوْلُكَ الْحَقُّ ، ظَهَرَ الْفَسادُ فِي الْبَرِّ وَ الْبَحْرِ بِما كَسَبَتْ اَيْدِي النّاسِ
নিশ্চয় আপনি বলেছেন এবং সত্য বলেছেন, “জমিনে ও সাগরে যে বিপর্যয় ঘটে থাকে তা সবই মানুষের হাতের কামাই” (সূরা রুম ৪১)
فَاَظْهِرِ الّلهُمَّ لَنا وَ لِيَّكَ ،‌وَ ابْنَ بِنْتِ نَبِيِّكَ الْمُسَمّى بِاسْمِ رَسُولِكَ
হে আল্লাহ! আপনার মনোনিত অভিভাবককে সুস্পষ্টভাবে প্রকাশ করুন যিনি নবীর (সা.) এর সন্তান ও যার নামও রাসুল (সা.) এর নামে ,
حَتّى لا يَظْفَرَ بِشَيْء مِنَ الْباطِلِ اِلّا مَزَّقَهُ ، وَ يُحِقَّ الْحَقَّ وَ يُحَقِّقَهُ
যেন মিথ্যা কোনভাবেই বিজয়ী না হয়, যতক্ষণ না তা টুকরা টুকরা হয়ে যায় এবং সত্য প্রতিষ্ঠিত ও দৃঢ় হয়।
وَ اجْعَلْهُ اَللّـهُمَّ مَفْزَعاً لِمَظْلُومِ عِبادِكَ ، وَ ناصِراً لِمَنْ لا يَجِدُ لَهُ ناصِراً غَيْرَكَ
হে আল্লাহ! তাকে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল করুন এবং সাহায্যেকারী করুন তাদের জন্য যারা এ সত্যের কোন বিরোধ করে না যে, আপনি ছাড়া কোন সাহায্যেকারী নেই
وَ مُجَدِّداً لِما عُطِّلَ مِنْ اَحْكامِ كِتابِكَ ، وَ مُشَيِّداً لِما وَرَدَ مِنْ اَعْلامِ دينِكَ وَ سُنَنِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَ آلِهِ
এবং তিনি পুনুরজ্জিবনকারী কিতাবের বিধানের যাতে পরিবর্তন আনা হয়েছে এবং তিনি পুণর্গঠনকারী দ্বীনের জ্ঞানের এবং নবীর সুন্নাতের, সালাম বর্ষন করুন মোহাম্মাদ (সা.) এবং তাঁর বংশধরদের উপর।
وَ اجْعَلْهُ اَللّـهُمَّ مِمَّنْ حَصَّنْتَهُ مِن بَأسِ الْمُعْتَدينَ
হে আল্লাহ! তাকে শত্রুর শত্রুতা থেকে নিরাপদে রাখুন।
اَللّـهُمَّ وَ سُرّ نَبِيَّكَ مُحَمَّداً صَلَّى اللهُ عَلَيْهِ وَ آلِهِ بِرُؤْيَتِهِ وَ مَنْ تَبِعَهُ عَلى دَعْوَتِهِ ، وَ ارْحَمِ اسْتِكانَتَنا بَعْدَهُ
হে আল্লাহ! আপনার নবীকে আনন্দিত করুন, সালাম বর্ণণ করুন মোহাম্মাদ এবং তার বংশধরদের উপরে তার সুন্দর লক্ষ্যকে প্রকাশের মাধ্যমে এবং তাদেরকেও আনন্দিত করুন যারা তার আহবানের আনুগত্য করে; আর তার আবির্ভাবের পর আমাদের দ্বীনতার প্রতি দয়া করুন।
اَللّـهُمَّ اكْشِفْ هذِهِ الْغُمَّةَ عَنْ هذِهِ الاُْمَّةِ بِحُضُورِهِ ، وَ عَجِّلْ لَنا ظُهُورَهُ
হে আল্লাহ! তার সরাসরি উপস্থিতির মাধ্যমে উম্মতের সব দুঃখ দূর্দশা দূর করুন এবং তার আবির্ভাবকে তরান্বিত করুন,
انهم يرونه بعيدا و نريه قريبا برحمتك يا الرحمن الراحمين
নিশ্চয় তারা একে দূরে মনে করে কিন্তু আমরা খুবই কাছের মনে করি (সূরা মাআরিজ ৬-৭) আপনারই দয়ায় হে পরম দয়ালু ও করুণাময়।
তিনবার ডান উরুতে আঘাত করুন এবং বলুনঃ
العجل العجل يا مولاي يا صاحب الزمان
দ্রত আসুন, দ্রত আসুন, দ্রত আসুন হে আমার মওলা হে আমার যুগের ইমাম।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন