উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পৌঁছাবে আমেরিকায়!
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পৌঁছাবে আমেরিকায়!
২০১২ সালের ডিসেম্বরে উনহা-৩ রকেটের পরীক্ষা চালায় পিয়ংইয়ং
উত্তর কোরিয়া তার প্রধান ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ কেন্দ্রের পরিধি বাড়াচ্ছে। পরবর্তী সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকে যাতে আমেরিকায় পৌঁছ দেয়া যায় সে লক্ষ্যে পিয়ংইয়ং এ কাজ করছে বলে মনে করছে একটি মার্কিন থিংক ট্যাংক।
স্যাটেলাইট থেকে নেয়া উত্তর কোরিয়ার সোহাই ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে একথা জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউট। গত দুই মাসের তোলা ছবি বিশ্লেষণ করে এটি বলেছে, উত্তর কোরিয়া এমন একটি রকেট এঞ্জিনের পরীক্ষা চালিয়েছে যেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কেএন-০৮ উত্ক্ষেপণে কাজে লাগবে।
ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে পরিচালিত ব্লগ ‘৩৮ নর্থ’ লিখেছে, তথ্য-প্রমাণ বলছে উত্তর কোরিয়া হয়তো ভবিষ্যতে আরো শক্তিশালী রকেট এঞ্জিনের পরীক্ষা চালাবে। এই এঞ্জিন দিয়ে যেমন মহাকাশে আরো বড় ধরনের স্যাটেলাইট পাঠানো যাবে তেমনি ক্ষেপণাস্ত্র পাঠানো যাবে উত্তর-পূর্ব এশিয়া (জাপান) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।
পশ্চিমা গবেষকরা বহুদিন ধরে দাবি করে আসছেন, নিজের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করছে উত্তর কোরিয়া। ৩৮ নর্থ ব্লগ লিখেছে, সোহাই ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ কেন্দ্রকে এমনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে সেখান থেকে উনহা-৩ রকেটের চেয়ে শতকরা ২৫ ভাগ লম্বা রকেট নিক্ষেপ করা যায়।
২০১২ সালের ডিসেম্বরে উনহা-৩ রকেটের সাহায্যে একটি ছোট আকারের স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করেছিল উত্তর কোরিয়া। স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে ব্লগটি বলেছে, আগামী মার্চ বা এপ্রিলে পরবর্তী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।
২০১১ সালের জানুয়ারি মাসে ততকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলে আঘাত হানতে পারবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন