সিরিয়ার গেরিলারা পাশ্চাত্যে হামলার প্রস্তুতি নিচ্ছে

সিরিয়ার গেরিলারা পাশ্চাত্যে হামলার প্রস্তুতি নিচ্ছে

সিরিয়া, গেরিলা, আমেরিকা, আল-কায়েদা, গেরিলা, ইউরোপ , তেহরান
সিরিয়ার সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাশ্চাত্যের বিভিন্ন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বলে স্বীকার করেছেন আমেরিকার ‘ন্যাশনাল ইনটেলিজেন্স’-র প্রধান জেমস ক্ল্যাপার।

মার্কিন সিনেটের গোয়েন্দা কার্যক্রম বিষয়ক কমিটিতে এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে তিনি আরো বলেছেন, আল-কায়েদার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো সিরিয়ার ভেতরে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং সেখানে বিদেশি গেরিলাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে তারা নিজ নিজ দেশে ফেরার পর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। তাদেরকে দিয়ে পাশ্চাত্যের দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোরও পরিকল্পনা রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের বহু উগ্রবাদী নাগরিক সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে তিনি জানান।

মার্কিন সিনেটের গোয়েন্দা কার্যক্রম সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডায়না ফিনস্টিনও সিরিয়ায় ততপর বিদেশি গেরিলাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে। আমেরিকাসহ পাশ্চাত্যের কিছু দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সন্ত্রাসীদের উস্কে দিয়েছে। কিন্তু এসব সন্ত্রাসী ভবিষ্যতে তাদের জন্যই বিপদ সৃষ্টি করতে পারে বলে নতুন করে আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্রঃ তেহরান রেডিও

নতুন কমেন্ট যুক্ত করুন