থাই সংসদ নির্বাচনের আর ৩ দিন; বিরোধীদের বিক্ষোভ

থাই সংসদ নির্বাচনের আর ৩ দিন; বিরোধীদের বিক্ষোভ

থাই সংসদ নির্বাচনের আর ৩ দিন; বিরোধীদের বিক্ষোভ

থাইল্যান্ড, প্রধানমন্ত্রী, পুলিশ, ব্যাংকক, তেহরান
(থাইল্যান্ডে বিক্ষোভ (ফাইল ফটো

থাইল্যান্ডে জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। তবে, নির্বাচন বন্ধের দাবিতে বিরোধীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। আগামী ২ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা।

নির্বাচন বন্ধের লক্ষ্যে বিরোধীরা আজ (বৃহস্পতিবার) থেকে তিনদিনের অভিযাত্রা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির আয়োজকরা বলছেন, তারা নির্বাচনে বাধা সৃষ্টি করবেন এবং নির্বাচনী কেন্দ্রগুলো বন্ধ করে দেবেন।

বিরোধী নেতা সুথেপ থগসুবানও এ নির্বাচন বয়কটের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতি বলেছেন, “যারা দেশে সংস্কার আনতে চান তারা ২ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের অবস্থান ও সংস্কার কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করুন। ভোট দিতে নির্বাচনী কেন্দ্রে যাবেন না।”

এদিকে, নির্বাচনী সহিংসতা ঠেকাতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার জানিয়েছে, নির্বাচনের দিন ১০ হাজার পুলিশ মোতায়েন করা হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী ফোংথেপ থেপখানজানা মঙ্গলবার বলেছেন, পরিকল্পনা মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানী ব্যাংকক ও আশপাশের কয়েকটি প্রদেশে ৬০ দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন