‘মার্কিন ড্রোন হামলায় ব্যাহত হয়েছে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা’
‘মার্কিন ড্রোন হামলায় ব্যাহত হয়েছে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা’
(মার্কিন ড্রোন (ফাইল ফটো
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলার কারণে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা ব্যাহত হয়েছে।
পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি গত নভেম্বরের হামলার কথা তুলে ধরেন। ওই হামলায় পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি কমান্ডার হেকিমুল্লাহ মেহসুদ নিহত হন।
চৌধুরী নিসার বলেন, “তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু হেকিমুল্লাহর মৃত্যুর পর বাস্তবিক অর্থে সে আলোচনা শেষ হয়ে গেছে।” পাক স্বরাষ্ট্রমন্ত্রীর মতে- হেকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর মধ্যদিয়ে পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
চৌধুরী নিসার জানান, হেকিমুল্লাহর মৃত্যুর পর টিটিপি’র নতুন কমান্ডার মোল্লা ফাজলুল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য কয়েকবার চেষ্টা করা হয়েছে কিন্তু সফল হওয়া যায়নি। মোল্লা ফাজলুল্লাহ বর্তমানে আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছেন।
পাক মন্ত্রী জানান, মোল্লা ফাজলুল্লাহর সঙ্গে যোগাযোগ করা না গেলেও অন্য কয়েকটি গ্রুপের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে যোগাযোগ হয়েছে এবং এ বিষয়ে কিছু অগ্রগতিও হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন