মার্কিন গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে মামলা হবে; বাদী মার্কিন সিনেটর

মার্কিন গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে মামলা হবে; বাদী মার্কিন সিনেটর

আমেরিকা, মার্কিন, মার্কিন সিনেটর, আড়িপাতা, গুপ্তচরবৃত্তির, গোয়েন্দা, ওয়াশিংটন,  তেহরান
আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ’র গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে মামলা করবে দেশটির সিনেটর রেন্ড পল। আগামী সপ্তাহের মধ্যেই মামলাটি দায়ের করা হবে। মামলা করার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি।

এনএসএ’র পক্ষ থেকে মার্কিন নাগরিকদের ফোন ও ইন্টারনেটে আড়িপাতা তথা গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সিনেটর রেন্ড পল প্রথম থেকেই সোচ্চার ছিলেন। তিনি বলেছেন, এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের তথ্য অনুযায়ী মার্কিন কর্তৃপক্ষ দেশের নাগরিকদের বিরুদ্ধে বেআইনি ততপরতা চালিয়েছে। কারণ আইন অনুযায়ী এ ধরনের তথ্য সংগ্রহের জন্য নাগরিকদেরকে আগে থেকেই জানাতে হয়। কিন্তু সে কাজটি করা হয়নি। এসব পদক্ষেপের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডোয়ার্ড স্নোডেন গত বছরের আগস্টে এনএসএ'র গুপ্তচরবৃত্তির অনেক ঘটনা ফাঁস করে দেয়ায় আমেরিকার জনগণ সরকারের বিরুদ্ধে ভীষণ ক্ষুব্ধ হয়েছে। পাশাপাশি বিশ্বের বহু দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটেছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন