ইসরাইলের দাবি: ৬ সপ্তাহের মধ্যে পরমাণু বোমা বানাচ্ছে ইরান

ইসরাইলের দাবি: ৬ সপ্তাহের মধ্যে পরমাণু বোমা বানাচ্ছে ইরান

ইহুদি, পরমাণু বোমা , ইরান, তেহরান, ইরান, নেতানিয়াহু, জেনেভা
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে ইরান আতঙ্কে ভোগার পাশাপাশি বিশ্ববাসীকেও এ আতঙ্কে আক্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেছেন, আর মাত্র ছয় সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলছে ইরান।

তিনি মঙ্গলবার তেলআবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেয়া বক্তব্যে বলেন, তার সরকারের পরিসংখ্যান বলছে, ইরান পরমাণু বোমা থেকে মাত্র ছয় সপ্তাহ দূরে রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, জেনেভা চুক্তি তেহরানকে এ সুযোগ এনে দিয়েছে। কাজেই স্থায়ী চুক্তিতে এ বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন গত নভেম্বরে স্বাক্ষরিত জেনেভা চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা ২০% থেকে ৫%-এ নামিয়ে এনেছে। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে পাশ্চাত্য। গত ২০ জানুয়ারি ওই অন্তর্বর্তী চুক্তির বাস্তবায়ন শুরু হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগে গত অক্টোবরেও একই ধরনের দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আর মাত্র একমাসের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলছে ইরান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন