বারাক ওবামা: ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞায় ভেটো দেবো
বারাক ওবামা: ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞায় ভেটো দেবো
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিন কংগ্রেসে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাস হলে তিনি তাতে ভেটো দেবেন। মার্কিন কংগ্রেসের এক সভায় তিনি এ কথা বলেন। গত মাসেও ওবামা একই ধরনের কথা বলেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নয়া নিষেধাজ্ঞা ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টাকে নস্যাত করে দেবে। তিনি আরো বলেন, আলোচনা প্রক্রিয়াকে বিচ্যুত করতে পারে-এমন নিষেধাজ্ঞার বিলে ভেটো দেয়া হবে।
গত মাসে কয়েকজন মার্কিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেসম্যান ইরানের ওপর আরো কিছু নিষেধাজ্ঞা সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করেন। এতে ইরানের জ্বালানি, জাহাজ ও খনিজ শিল্পের ওপর আরো নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। কিন্তু বারাক ওবামা প্রশাসন এই মুহূর্তে ইরানের ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। কারণ, জেনেভা চুক্তি অনুযায়ী আমেরিকা ছয় মাসের মধ্যে তেহরানের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী গত বছর ২৪ নভেম্বর ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করবে। অন্যদিকে পাশ্চাত্য ইরানের ওপর নতুনকরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। এরইমধ্যে চুক্তির বাস্তবায়ন শুরু হয়ে গেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন