নেতানিয়াহুর আঁতে ঘা

নেতানিয়াহুর আঁতে ঘা

নেতানিয়াহু, ফিলিস্তিন, ইহুদি,  ইসরাইল, ফিলিস্তিন,  ইউরোপ , এশিয়া, জার্মানি
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিজস্ব দৈনিক ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নাতসি জার্মান নেতা হিটলারের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ হয়েছেন দখলদার ও বর্ণবাদী এই নেতা।

নেতানিয়াহু বলেছেন, ইসরাইলকে নাতসি জার্মানির সঙ্গে তুলনা করা 'শান্তির পথে বাধা'।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিজস্ব দৈনিক 'আল-হায়াত আল জাদিদা' সম্প্রতি লিখেছে, নেতানিয়াহু নাতসিদের বংশগত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী হয়েছেন এবং তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নাতসিদের মতই (নৃশংস ও বর্ণবাদী) আচরণ করছেন।

দৈনিকটি লিখেছে, 'এটা কি সম্ভব যে নেতানিয়াহু এটা (বর্ণবাদ) সুরক্ষা করেছেন এবং নাতসিদের ও আর্য জাতির সেই দিনগুলো থেকে পারিবারিক বা বংশগত সূত্রে তা অর্জন করেছেন? (অ্যাডলফ) হিটলারের বর্ণবাদকে স্মরণ করিয়ে দেয়ার মত যে কোনো কাজ থেকে দূরে না থেকে নেতানিয়াহু বরং সেটারই অনুসরণ করছেন এবং ফিলিস্তিন ও এর জনগণের বিরুদ্ধে, এমনকি ইসরাইলিদের বিরুদ্ধেও হুবহু সেই একই কাজ করছেন।'

(নাতসিরা নিজেদের খাঁটি আর্য জাতি বলে দাবি করত, যদিও এই জাতির লোকেরা ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বহু দেশে ছড়িয়ে আছে।)

ফিলিস্তিনের গণমাধ্যমগুলো এর আগেও অনেকবার ফিলিস্তিনের বুকে জবরদখলের মাধ্যমে সৃষ্ট অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নাতসি জার্মানির সঙ্গে তুলনা করেছে।
মার্কিন মদদপুষ্ট বর্ণবাদী ইসরাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরে জবরদখল ও অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন