হাসান রুহানি ও এরদোগান বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং তেহরান সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে বৈঠক হয়েছে।

হাসান রুহানি ও এরদোগান বৈঠক

হাসান  রুহানি  , এরদোগান , ইসলামি প্রজাতন্ত্র ,  ইরান, তুরস্ক, তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং তেহরান সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে বৈঠক হয়েছে।

রাজধানী তেহরানের সা’দাবাদ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে দু’নেতা পারস্পরিক স্বার্থ নিয়ে কথা বলেন।

এর আগে, ইরান ও তুরস্কের সরকারি কর্মকর্তারা দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে তিনটি চুক্তি সই করেছেন। আজ (বুধবার) সকালে এরদোগানকে আনুষ্ঠানিকভাবে তেহরানে স্বাগত জানানোর অবকাশে এসব চুক্তি সই হয়। এতে ইরানের পক্ষে সই করেন শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী রেজা নেমাতজাদেহ এবং তুরস্কের পক্ষে দেশটির অর্থমন্ত্রী নিহাত জেইবেকি।

গতকাল সন্ধ্যায় তুর্কি প্রধানমন্ত্রী দু’দিনের সরকারি সফরে তেহরান এসে পৌঁছান এবং আজ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। পরে যৌথ সংবাদ সম্মেলনে তারা দু’জন বক্তব্য রাখেন।

এ সময় ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি দু’দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তেহরান-আঙ্কারা সম্পর্ক অত্যন্ত চমতকার এবং ভ্রাতৃত্বপূর্ণ এবং এ সম্পর্ক আরো গভীর হবে। গ্যাস রপ্তানি নিয়ে ইরান ও তুরস্ক নতুন একটি সমঝোতায় পৌঁছেছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সূত্রঃ রেডিও তেহরান

 

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন