ইসরাইল স্বীকার করল হিজবুল্লাহর ব্যাপক সমর শক্তির কথা
ইসরাইল স্বীকার করল হিজবুল্লাহর ব্যাপক সমর শক্তির কথা
ইহুদিবাদী ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান বেনি গান্টজ বলেছেন, লেবাননের হিজবুল্লাহর কাছে ইরানের সামরিক সাহায্য অব্যাহত রয়েছে।
তিনি বলেছেন, হিজবুল্লাহ কাছে এখন ক্ষেপণাস্ত্রের এমন গুদাম রয়েছে যে তার পরিমাণ ও শক্তি বিশ্বের কোনো কোনো দেশের সামরিক ক্ষমতার চেয়েও অনেক গুণ বেশি।
বেনি গান্টজ ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হিসেবে দাবি করে বলেছেন, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীও রয়েছে এবং তাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা উচিত।
তিনি আরো বলেছেন, আমাদের শত্রুদের কোনো কোনো সক্রিয় ও নিষ্ক্রিয় প্রতিরক্ষা সরঞ্জাম হাসপাতাল ও বাড়ী-ঘরের নীচে বসানো রয়েছে।
ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান আরো বলেন, এ অঞ্চলের সশস্ত্র বাহিনীগুলো ইসরাইলে অতীতে যেভাবে হামলা করত সে ধরনের হামলার সম্ভাবনা কমে গেছে, তবে আমাদের সীমান্তগুলোর অবস্থা খুবই স্পর্শকাতর।
তিনি সিরিয়া প্রসঙ্গে বলেছেন, যে সিরিয়াকে আমরা অতীতে চিনতাম সেই সিরিয়া এখন আর নেই এবং দেশটি তার সুপরিচিত শান্ত অবস্থা হারিয়ে ফেলেছে।
গান্টজ বলেন, ইসরাইল এখন অন্য ধরনের কিছু হুমকির মুখে রয়েছে, আর এইসব হুমকির উতস হল সিরিয়া ও দেশটির যুদ্ধ যা এখন সেখানে চলছে।
দখলদার ইসরাইলি সেনারা লেবাননের কিংবদন্তীতুল্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে প্রচণ্ড মার খেয়ে ২০০০ সালে দক্ষিণ লেবাননের ওপর দখলদারিত্ব ছেড়ে পালিয়ে যায় এবং ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধেও মারাত্মকভাবে বিপর্যস্ত হয় দখলদার ইহুদিবাদী সেনারা। এইসব যুদ্ধে ব্যাপক পরাজয়ের ফলে ইসরাইলের অপরাজেয় থাকার দাবিকে অসার ও ভিত্তিহীন বলে প্রমাণ করে হিজবুল্লাহর মুজাহিদরা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন