আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আবার একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে তালেবানরা। তবে, মার্কিন সেনারা বলেছে- হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি, জরুরি অবতরণ করেছে।
আফগানিস্তানের স্থানীয় প্রশাসন বলেছে, মার্কিন সামরিক হেলিকপ্টারটি সমস্যায় পড়ে জরুরিভিত্তিতে নওয়াজ এলাকায় নামতে বাধ্য হয়।
এ সম্পর্কে তালেবানরা বলছে, তারা গুলি করার পর হেলিকপ্টারটি ভূপাতিত হয় এবং বিধ্স্ত হয়। তারা আরো বলেছে যে, চলতি জানুয়ারি মাসে এ নিয়ে দখলদার বিদেশি বাহিনীর তিনটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
তালেবানরা কয়েকদিন আগে দাবি করেছিল- পারওয়ান প্রদেশের বাগরাম এলাকায় তারা মার্কিন সেনাদের একটি গোয়েন্দা ড্রোনও ভূপাতিত করেছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর জাবুল প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছিল। সে ঘটনার পরও তালেবানরা দাবি করেছিল যে, তাদের গুলিতে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। কিন্তু মার্কিন সেনারা তা নাকচ করে দিয়েছিল।#
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন