সিরিয়ার আলোচনা সফল হয়নি: ব্রাহিমি
সিরিয়ার আলোচনা সফল হয়নি: ব্রাহিমি
লাখদার ব্রাহিমি
সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মুখোমুখি দু’দফা আলোচনা সফল হয়নি। এ কথা জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।
তিনি বলেন, জেনেভায় দু’পক্ষকে দু’দফা বৈঠকে বসানো সম্ভব হলেও এসব আলোচনা থেকে বড় কিছু অর্জন করা যায়নি।
সিরিয়ায় তিন বছর আগে সহিংসতা শুরুর পর আজ (শনিবার) সকালে প্রথমবারের মতো দু’পক্ষ এক সংক্ষিপ্ত বৈঠক করে। আধা ঘণ্টা বৈঠকের পর লাখদার ব্রাহিমি জানান বিকেলে আবার তারা বৈঠকে বসবেন। দু’দফায় তারা তিন ঘণ্টা আলোচনা করেছেন। এসব বৈঠক সফল না হলেও ব্রাহিমি বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং আগামীকাল রোববারও তা চলবে।
লাখদার ব্রাহিমি জানান, শনিবার বিকেলের বৈঠকে অবরুদ্ধ হোমস শহরের অবস্থা ও সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আর রোববার হবে বন্দী মুক্তি নিয়ে। পাশাপাশি ব্রাহিমি আশা করেন, ত্রাণ কর্মীরা সোমবারের মধ্যে হোমস শহরে জরুরি ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছাতে পারবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন