বিশ্বের সব বিপ্লবী মানুষের স্বপ্ন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ

বিশ্বের সব বিপ্লবী মানুষের স্বপ্ন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ

বিশ্বের সব বিপ্লবী মানুষের স্বপ্ন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ

আমেরিকা,  মার্কিন , জন কেরি, আমেরিকা, টেলিভিশন, তেহরান, পরমাণু
মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সর্বশেষ সামরিক হুমকি উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, তারা কখনো বুঝতে পারবেন না যে, আইআরজিসি’র যুদ্ধের ক্ষমতা কতটা।

তিনি আরো বলেছেন, “জন কেরিকে জানতে হবে যে, বিশ্বের সব ধার্মিক ও বিপ্লবকামী মানুষ আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের স্বপ্ন লালন করে। আপনার হুমকি বিপ্লবী মানুষদের জন্য সেই সুবর্ণ সুযোগ এনে দেবে।”

জেনারেল জাফারি বলেন, আমেরিকার বুদ্ধিমান রাজনীতিকরা কখনো সামরিক হামলার পরিকল্পনা টেবিলে আছে বলে উল্লেখ করেন না।

গত বৃহস্পতিবার জেনেভায় জন কেরি আল-আরাবিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়টি এখনো আমেরিকার টেবিলে রয়েছে; তেহরান যদি পরমাণু চুক্তি ঠিকমতো বাস্তবায়ন না করে তাহলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” কেরির এ বক্তব্যের জবাবে জেনারেল জাফারি এসব কথা বললেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন