ইরান, তেহরানে ব্রিটিশ দূতাবাস খুলে দিতে প্রস্তুত রয়েছে

ইরান, তেহরানে ব্রিটিশ দূতাবাস খুলে দিতে প্রস্তুত রয়েছে

ইরান, তেহরান, ব্রিটিশ, আব্বাস, আলী,  ব্রিটেন,
আব্বাস আলী মানসুরি আরানি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আব্বাস আলী মানসুরি আরানি বলেছেন, ব্রিটেনে আবার দূতাবাস খুলতে তেহরান প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি তেহরানে ব্রিটেনের দূতাবাস খোলার অনুমতি দেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

ইরান-ব্রিটেন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপেরও সদস্য হচ্ছেন আব্বাস আলী মানসুরি। তিনি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

আব্বাস আলী মানসুরি জানান, এরইমধ্যে তেহরানে নিযুক্ত ব্রিটিশ অনাবাসিক চার্জ দ্যা অ্যাফেয়ার্স অজয় শর্মার সঙ্গে তিনি সাক্ষাত করেছেন। তিনি বলেন, “আমার দৃষ্টিতে তেহরানে ব্রিটিশ দূতাবাস খোলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।”

২০১৩ সালের অক্টোবর মাসে ইরান ও ব্রিটেন নতুন করে কূটনৈতকি সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে অনাবাসিক চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়। এর চার মাস পর এসে ইরান ব্রিটিশ দূতাবাস খুলে দেয়ার আগ্রহ প্রকাশ করলো। অবশ্য, কয়েকদিন আগে দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় ব্রিটিশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র তেহরান সফর করেছেন।

২০১১ সালের নভেম্বর মাসে ইরানের সংসদ সদস্যরা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনার বিষয়ে জাতীয় সংসদে ভোট দেন। ইরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের সংসদ এ পদেক্ষপ নেয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন