সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো মুক্ত করেই বিমানবন্দর খুলে দিল

সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো মুক্ত করেই বিমানবন্দর খুলে দিল

সিরিয়া, আলেপ্পো, বিমানবন্দর, সন্ত্রাস, সরকারি সেনা, সেনাবাহিনী, তেহরান
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোর বেশ কিছু এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে মুক্ত করার পর সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিয়েছে সরকারি সেনারা। এর ফলে প্রায় এক বছর বন্ধ থাকার পর বিমানবন্দরটিতে বুধবার প্রথম বেসামরিক যাত্রীবাহী বিমান অবতরণ করেছে।

সিরিয়ার সরকার বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করার পর সেখানে একটি বিমান অবতরণ করেছে। এ ছাড়া, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের হামলায় বিমানবন্দরের ক্ষতিগস্ত অংশের মেরামত কাজও সম্পন্ন হয়েছে।

২০১৩ সালের জানুয়ারি মাসে বিদ্রোহীদের হামলার পর বিমানবন্দরটিকে বন্ধ করে দেয়া হয়েছিল। আলেপ্পোর মূল শহরের অনেক এলাকা এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরটি শহরের উপকণ্ঠে অবস্থিত। গত ১৩ জানুয়ারি বিমানবন্দর ও এর আশপাশের এলাকা পুরোপুরি বিদ্রোহীমুক্ত করে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা গত প্রায় তিন বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উতখাতের লক্ষ্যে সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। কিন্তু বাস্তবে তারা প্রেসিডেন্ট আসাদের কিছুই করতে পারেনি। বর্তমানে এসব সন্ত্রাসী আলেপ্পোসহ আরো কয়েকটি ছোট শহরে কোনঠাসা হয়ে রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন