ড. রুহানি: ইরানের পরমাণু কর্মসূচি চলবে
ড. রুহানি: ইরানের পরমাণু কর্মসূচি চলবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ’র তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. রুহানি বলেন, ইরান সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলবে। তবে তেহরান এ ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য মানবে না এবং পরমাণু অধিকার ত্যাগ করবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।'
দাভোস সম্মেলন আন্তর্জাতিক বিষয়াদি ব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময়ের ভালো সুযোগ সৃষ্টি করেছে বলে তিনি জানান। গতকাল থেকে সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
সূত্র: তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন