ইরান বিরোধী নিষেধাজ্ঞা ঠেকিয়ে দেব: বারাক ওবামা

ইরান বিরোধী নিষেধাজ্ঞা ঠেকিয়ে দেব: বারাক ওবামা


বারাক ওবামা
ইরান বিরোধী সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা আটকে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান ও ছয় জাতিগোষ্ঠী গত নভেম্বরে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণ করার পর এ হুমকি দিলেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট রোববার এক লিখিত বিবৃতিতে বলেছেন, ইরানের ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপিত হলে জেনেভা চুক্তির বাস্তবায়ন অকার্যকর হয়ে যেতে পারে। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে ওবামা বলেন, “ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে তা ব্যর্থ হয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে; এবং আলোচনা অব্যাহত থাকার একই সময়ে যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমি ভেটো দেব।”

মার্কিন সিনেটর বব মেনেনডেজ সম্প্রতি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল সেদেশের আইন পরিষদে উত্থাপন করেছেন। এ পর্যন্ত ৫৯ সিনেটর এ বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন। বিলটি পাস হওয়ার জন্য ৬০ ভোটের প্রয়োজন। কিন্তু সিনেটে পাস হওয়ার পর এটি কার্যকর হওয়ার জন্য প্রেসিডেন্ট ওবামা’র স্বাক্ষর প্রয়োজন হবে। ঠিক এরকম এক পরিস্থিতিতে ওবামা বিলটিতে সই না করার হুমকি দিলেন।

আগামী ২০ জানুয়ারি ইরান-ছয় জাতিগোষ্ঠী পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয়ার পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ওই বিবৃতি প্রকাশ করেন। তিনি ২০ জানুয়ারির সময়সীমা নিশ্চিত করে আরো বলেন, “আজকের সমঝোতার ফলে আমরা একটি ইস্পাতকঠিন অগ্রগতি অর্জন করেছি। আমি এ গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাই। এরপর আমাদের কাজ হবে একটি সার্বিক চুক্তিতে পৌঁছার চেষ্টা করা যাতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রশমিত করবে।”
রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন