পাদ্রির নির্দেশে 'প্রভুর নৈকট্য' পেতে ঘাস ভক্ষণ!

পাদ্রির নির্দেশে 'প্রভুর নৈকট্য' পেতে ঘাস ভক্ষণ!


গির্জা প্রাঙ্গণের সবুজ চত্বরে ঘাস খাওয়ার দৃশ্য, ঘাস খেয়ে বমিতে আক্রান্ত এক ভক্ত এবং ঘাস খেয়ে আরেক ভক্তের টয়লেট গমন
ঘাসের অনেক ভেষজ গুণ থাকতেই পারে, তবে তা খেয়ে প্রভুরও নাকি 'নৈকট্য' অর্জন করা যায়!!!?

হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এই আধুনিক যুগেই দক্ষিণ আফ্রিকার একজন পাদ্রির নির্দেশে তার অনুসারীরা গরু-ছাগলের মত ঘাস খেয়ে প্রভুর নৈকট্য অর্জনের চেষ্টা করেছেন এবং তা করতে গিয়ে তাদের অনেকেই বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে গেছেন চিকিতসার জন্য।

সম্প্রতি 'ডেইলি মেইল' জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে অবস্থিত গারানকুয়া অঞ্চলে অবস্থিত 'রেব্বনি সেন্টার মিনিস্ট্রিজ' গির্জার পাদ্রি লেসেগো ড্যানিয়েল তার অনুসারীদের যখন জানান যে ঘাস খেলে তারা প্রভুর নৈকট্য পাবেন তখন তারা গির্জা প্রাঙ্গণের সবুজ চত্বরে ঝাঁপিয়ে পড়ে ঘাস খাওয়া শুরু করেন।

হাজার হাজার মানুষ ওই পাদ্রির এই বিতর্কিত পদ্ধতির সমালোচনা করলেও তার ভক্ত অনুসারীরা ধর্মীয় সমাবেশে এই পদ্ধতি অনুসরণের শপথ নেন। পাদ্রি লেসেগো এও বলেছেন যে, মানুষ তার শরীরের চাহিদা যোগাতে যে কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে পারে।

রোজমেরি পেথা নামে লেসেগোর একজন ভক্ত দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম 'টাইমস লাইভ'-কে বলেছেন, 'হ্যাঁ, আমরা ঘাস খাচ্ছি এবং আমরা এ জন্য গর্ব অনুভব করছি, কারণ, এই কাজ দেখিয়েছে যে, প্রভুর শক্তির সুবাদে আমরা যে কোনো কাজ করতে পারি।'

আইন বা ল' বিষয়ে পড়াশুনারত ২১ বছর বয়স্ক এই ছাত্রী দাবি করেছেন, তিনি এক বছরেরও বেশি সময় ধরে গলা ব্যথায় ভুগছিলেন, ঘাস খাওয়ার পর তার এই রোগ সেরে গেছে।

লেসেগোর আরো একজন ভক্ত দাবি করেছেন, তিনি হাঁটতে পারতেন না, কিন্তু পাদ্রির নির্দেশে ঘাস খাওয়া শুরু করার পরই শক্তি অর্জন করতে থাকি এবং এক ঘণ্টা পরই আবারও হাঁটতে সক্ষম হই।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন