পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান
পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান
বিষয়ক মার্কিন এক সমীক্ষায় দেখা গেছে- পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান। পরমাণু শক্তিধর ২৫টি দেশের এ তালিকায় ভারতের অবস্থান ২৩ নম্বরে থাকলেও পাকিস্তান রয়েছে ২২-এ। অন্যদিকে, এ তালিকায় চীনের অবস্থান ২০।
২০১৪ সালে বোমায় ব্যবহারযোগ্য পরমাণু উপাদানের নিরাপত্তা নিয়ে এ সমীক্ষা চালানো হয়েছে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে ফ্রান্স, ব্রিটেন এবং আমরিকা এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে।
এ ছাড়া, ২০১২ সালের তুলনায় পরমাণু উপাদানের নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান ৩ পয়েন্ট এগিয়েছে এবং পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে এ দেশটির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বলে ওই সমীক্ষায় বলা হয়েছে। এ সমীক্ষার পূর্বাভাসে বলা হয়েছে, পরমাণু উপাদানের নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের আরো অগ্রগতি হবে। তবে, এ সমীক্ষায় বলা হয়েছে- নয়টি দেশের অবস্থানে মোটামুটি কোনো পরিবর্তন হয়নি।
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ বা এনটিআই নামের একটি সংস্থা এ সমীক্ষা চালিয়েছে। ব্রিটেনের খ্যাতনামা ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ’র সহযোগিতায় এ সংস্থাটি গঠিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন