মিশর: সংবিধান নিয়ে আবার গণভোট, ৩ বছরে ৬ নির্বাচন

মিশর: সংবিধান নিয়ে আবার গণভোট, ৩ বছরে ৬ নির্বাচন


মিশরে সেনা সমর্থিত সরকারের অধীনে লিখিত খসড়া সংবিধান প্রশ্নে নতুন করে গণভোট হতে যাচ্ছে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ততকালীন স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর এ নিয়ে দেশটিতে সংবিধান প্রশ্নে দ্বিতীয়দফা গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মিশরের জনগণ এ সময়ের মধ্যে ছয়বার নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে।

আগামী মঙ্গলবার থেকে দু’দিনের এ গণভোট অনুষ্ঠিত হবে এবং মিশরের পাঁচ কোটি ২০ লাখ মানুষ ভোট দেবে।

মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি নতুন এ সংবিধানের প্রতি সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খসড়া এ সংবিধানে মিশরে ধর্মীয় দল গঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেনারেল সিসি জনগণকে ‘জোরালোভাবে’ এবারের গণভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ নির্বাচনকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনা সমর্থিত কথিত অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় বলে উল্লেখ করেন। গণভোটের মাধ্যমে সংবিধান অনুমোদন করার পর মিশরে প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জেনারেল সিসি মিশরের সংবিধান স্থগিত করেন এবং সংসদ ভেঙে দেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন