অবশেষে শত্রুর কাছে আশ্রয়!
অবশেষে শত্রুর কাছে আশ্রয়!
দক্ষিণ সুদানের সহিংসতায় দেশটি থেকে ১০ হাজারের বেশি মানুষ সুদানে আশ্রয় নিয়েছে। দক্ষিণ সুদানে গত প্রায় এক মাস ধরে এ সহিংসতা চলছে।
জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের কর্মকর্তা নিকোলাস ব্রাস বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে, চলমান সহিংসতার কারণে দক্ষিণ সুদান থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ সীমান্ত পার হয়ে সুদানে পালিয়ে গেছে।”
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত যেসব দেশ সাধারণ মানুষকে আশ্রয় দিয়েছে তার মধ্যে সুদান রয়েছে দ্বিতীয় অবস্থানে।
উগান্ডায় পালিয়ে গেছে ৩২ হাজার এবং আরো ১০ হাজার পালিয়ে গেছে ইথিওপিয়া এবং কেনিয়াতে।
কিছুদিন আগে সুদান থেকে দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তেলসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তারপরও বিপুলসংখ্যক সাধারণ মানুষকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিল সুদান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন