ইরানের ওপর পাশ্চাত্যের ক্ষতিকর প্রভাব ছিল: জ্যাক স্ট্র’র স্বীকারোক্তি
ইরানের ওপর পাশ্চাত্যের ক্ষতিকর প্রভাব ছিল: জ্যাক স্ট্র’র স্বীকারোক্তি
সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, ইরানের ওপর বহু দশক ধরে আমেরিকা ও ব্রিটেন ‘ক্ষতিকর প্রভাব’ বিস্তার করেছিল। পশ্চিমা দেশগুলো ১৯৫০’র দশক থেকে প্রভাব বিস্তারের এ কাজ শুরু করেছিল বলে মনে করেন তিনি।
তিনদিনের ইরান সফর শেষে লন্ডন ফিরে স্ট্র বলেন, ১৯৫৩ সালে মার্কিন ও ব্রিটিশ সরকারের সমর্থনে ইরানে সামরিক অভ্যুত্থানের পর থেকেই পাশ্চাত্যের প্রতি বিশ্বাস হারিয়েছে ইরানি জনগণ। পাশ্চাত্যের প্রতি ইরানি জনগণের আস্থাহীনতার আরেকটি কারণ হিসেবে তিনি ইরান-ইরাক যুদ্ধে ইরাকের সাদ্দাম সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর একচ্ছত্র সমর্থনের কথা উল্লেখ করেন।
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জ্যাক স্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সংলাপের সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সেইসঙ্গে তিনি এ সংলাপে ইরানের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়ার ব্যাপারে পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে উপযুক্ত সম্পর্ক স্থাপনের যে চেষ্টা প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার করছে পাশ্চাত্যের নেতিবাচক অবস্থানের কারণে তা ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি পাশ্চাত্যের সঙ্গে আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট রুহানির পদক্ষেপকে স্বাগত জানান এবং এ আলোচনায় ইতিবাচক অবস্থান নেতার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন