সৌদি দূতাবাসে আল-কায়েদা নেতার লাশ হস্তান্তরের নির্দেশ

সৌদি দূতাবাসে আল-কায়েদা নেতার লাশ হস্তান্তরের নির্দেশ


নিহত মাজিদ আল-মাজিদি
সৌদি আরবের শীর্ষ পর্যায়ের আল-কায়েদা নেতা মাজিদ আল-মাজিদের লাশ হস্তান্তর করার নির্দেশ দিয়েছে লেবাননের বিচার বিভাগ। লেবাননের বিচার বিভাগের এক কর্মকর্তা আজ (শুক্রবার) এ নির্দেশ দিয়ে বলেছেন, মাজিদের লাশ সৌদি দূতাবাসের কাছে হস্তান্তর করতে হবে।

এক সপ্তাহ আগে লেবাননের নিরাপত্তা হেফাজতে থাকার সময় মাজিদ আল-মাজিদের মৃত্যু হয়।

লেবাননের আইন কর্মকর্তা সামির হামুদ বলেন, প্রথমে লাশ সৌদি দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে, সেখান থেকে দেশে পাঠানো হবে।

গত নভেম্বর মাসে লেবাননে ইরানি দূতাবাসে বোমা হামলার জন্য মাজিদকে প্রধান সন্দেহভাজন মনে করা হয়। তিনি ছিলেন আল-কায়েদা গোষ্ঠীর আব্দুল্লাহ আজম ব্রিগেডের প্রধান। এ গ্রুপই ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছিল। হামলায় ইরানি নাগরিকসহ অন্তত ২৫ জন নিহত হয়। গত সপ্তাহে মাজিদ আল-মাজিদি লেবাননের সেনাবাহিনীর হাত ধরা পড়েন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন