পরমাণু চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় অগ্রগতি
পরমাণু চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় অগ্রগতি
আব্বাস আরাকচি (বামে) এবং হেলগা শ্মিদ
গত ২৪ নভেম্বর জেনেভায় স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়ন নিয়ে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। জেনেভায় দু’দিনব্যাপী বৈঠক শেষে আজ (শুক্রবার) অগ্রগতির এ খবর জানান ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবারের বৈঠকে ছয় জাতিগোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান হেলগা শ্মিড।
গত ২৪ নভেম্বর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হলেও তা বাস্তবায়নের বিষয় নিয়ে কিছু জটিলতা ছিল। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পক্ষে বিশেষজ্ঞ পর্যায়ে কয়েক দফা আলোচনার পর তা সমাধানের পথ সুগম হলো। সব পক্ষ এ সমঝোতা গ্রহণ করলে আগামী কয়েক দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। বিবৃতি প্রকাশের ১০ দিনের মধ্যে জেনেভা চুক্তি বাস্তবায়ন শুরু হবে।
জেনেভা চুক্তি অনুযায়ী, ছয় জাতিগোষ্ঠী ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচির কিছু কার্যক্রম সীমতি করবে। এ সময়ের মধ্যে ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও চুক্তি হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন