প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রাশিয়া
প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রাশিয়া
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
রাশিয়া আবারো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে। রাশিয়া সফররত মার্কিন রাজনৈতিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের সময় রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এবং গেন্নাদি গাতিলভ এ সমর্থনের কথা জানিয়েছেন।
বৈঠকে তারা বলেছেন, সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যতদিন প্রেসিডেন্ট আসাদ অভিযান চালাবেন ততদিন তার প্রতি মস্কোর সমর্থন থাকবে। গতকাল (শুক্রবার) ওয়েন্ডির সঙ্গে বোগদানভ এবং গাতিলভের এ বৈঠক হয়। বৈঠক শেষে ওয়েন্ডি সাংবাদিকদের কোনো ব্রিফ করেননি তবে রুশ মন্ত্রীরা কথা বলেন। তারা বলেছেন, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সিরিয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে রুশ কর্মকর্তারা সিরিয়ার সংহতি রক্ষার জন্য দেশটির সরকারের প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন এবং দেশপ্রেমহীন বিরোধীগোষ্ঠী সন্ত্রাসীদের পক্ষে লড়াই করছে বলে মন্তব্য করেছেন। তারা বলেছেন, সিরিয়ার বিরোধীগোষ্ঠীর এই ততপরতা শুধু দেশটির ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেনি বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
সিরিয়া নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠানের তিনদিন আগে ওয়েন্ডি শেরম্যান মস্কো সফর করলেন। আগামী সোমবার কেরি ও ল্যাভরভ বৈঠকে বসবেন। ওই বৈঠকে সিরিয়া বিষয়ক আরব ও জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমিও অংশ নেবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন