সিরিয়ায় আন-নুসরা সন্ত্রাসীদের ওপর জনতার হামলা; নিহত ২

সিরিয়ায় আন-নুসরা সন্ত্রাসীদের ওপর জনতার হামলা; নিহত ২


সিরিয়ার আন-নুসরা ফ্রন্ট (ফাইল ফটো)
সিরিয়ার আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের ওপর সাধারণ জনতা হামলা চালিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের মায়াদিন শহরে এ হামলা হয়েছে। সাধারণ লোকজনের সঙ্গে সংঘর্ষের পর সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে।

আজ (শনিবার) মায়াদিন শহরের লোকজন আন-নুসরা ফ্রন্টের সদরদপ্তরে হামলা চালায় এবং এতে দুই সন্ত্রাসী নিহত হয়। বহুদিন থেকে আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা এ শহরের সাধারণ মানুষের ওপর হত্যা, অপহরণ ও নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছিল।

সিরিয়াজুড়ে যখন চরম অন্তর্দ্বন্দ্বে তাকফিরি গোষ্ঠীগুলো কাহিল তখন এ খবর বের হলো।

এদিকে, আল-কায়েদা গোষ্ঠী ও ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট বা আইএসআইএল’র মধ্যে তুরস্ক সীমান্তের বাব-আল সালামেহ এলাকায় প্রচণ্ড সংঘর্ষ চলছে। এছাড়া, আলপ্পো ও রাকা শহরের কাছে কয়েকটি সন্ত্রাসীগোষ্ঠীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষের মধ্যে আটকা পড়েছে হাজার হাজার মানুষ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন