সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে: ভেনিজুয়েলা
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে: ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিউবার ভূমিকার প্রশংসা করেন।
মাদুরো বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কিউবাকে আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে। কিউবার বিপ্লবের প্রভাবেই ল্যাটিন আমেরিকায় সাম্রাজ্যবাদবিরোধী বিপ্লব সফল হয়েছে। মার্কিনবিরোধী অবরোধ মোকাবেলার ক্ষেত্রেও দেশটির ভূমিকার প্রশংসা করেন তিনি। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ও ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের আন্তরিকতার কারণেই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে বলেও জানান তিনি।
গত বছরের ৫ মার্চ মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। এর পরদিন ৬ মার্চ সাবেক ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১৪ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন মাদুরো। তিনি দায়িত্ব নেয়ার পর আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন