অন্তর্দ্বন্দ্বে কাহিল সিরিয়ার তাকফিরি গোষ্ঠী; সদরদপ্তর দখল
অন্তর্দ্বন্দ্বে কাহিল সিরিয়ার তাকফিরি গোষ্ঠী; সদরদপ্তর দখল
সিরিয়ায় ততপর স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট বা আইএসআইএল সন্ত্রাসীদের সদরদপ্তর দখল করে নিয়েছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে এ সদরদপ্তর অবস্থিত।
সিরিয়ায় ততপর সন্ত্রাসীদের মাঝে অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইএসআইএল সন্ত্রাসীদের এ সদরদপ্তর দখলের ঘটনা ঘটলো।
সিরিয়ার বিরোধী সূত্র জানাচ্ছে- কাজি আসকার জেলায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা একটি শিশু হাসপাতাল দখল করে নিয়েছে। এই হাসপাতালটিকে আইএসআইএল সদরদপ্তর হিসেবে ব্যবহার করে আসছিল।
এদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলী দাকুশ শহরে এক গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আইএসআইএল’র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তিন বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা শুরু হলেও সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এসব দ্বন্দ্বের ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনেক সদস্য নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন