১৩ 'নৈশ-শিকারী' রুশ হেলিকপ্টার পেল ইরাক, পাচ্ছে আরো ১২
১৩ 'নৈশ-শিকারী' রুশ হেলিকপ্টার পেল ইরাক, পাচ্ছে আরো ১২
ইরাক ৪২০ কোটি ডলারের এক সামরিক চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে ১৩ টি 'মিল মি-১২এনই' মডেলের হেলিকপ্টার পেয়েছে।
'নাইট হান্টার বা নৈশ-শিকারী' নামের এইসব হেলিকপ্টার রাতের বেলায় অভিযান চালাতে সক্ষম।
গত রোববার ইরাকের উম্মে-কাসর বন্দরে হেলিকপ্টারগুলো ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে রুশ বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে।
ইরাকের সশস্ত্র বাহিনী গত বছরও এ ধরনের ১৫টি সামরিক হেলিকপ্টার পেয়েছে। এইসব হেলিকপ্টার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করবে ইরাকি বাহিনী।
২০১২ সালের অক্টোবর মাসে মস্কোয় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাগদাদ ২৪ টি প্যান্টসির-এস আই বিমান বিধ্বংসী সিস্টেম এবং আরো ১২টি এমআই-২৮এনই হেলিকপ্টার পাবে রাশিয়ার কাছ থেকে।
গত বছরের (২০১৩) শরতকালে ইরাকি পাইলট ও টেকনিশিয়ানদের প্রথম গ্রুপ রাশিয়ায় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০১৩ সালের জুন মাসে স্বাক্ষরিত অন্য এক চুক্তি অনুযায়ী রাশিয়া ইরাককে কা-৫২ মডেলের কিছু হেলিকপ্টারও সরবরাহ করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন