মার্কিন ‘হার্পুন’ পেল তাইওয়ান; মোতায়েন হবে সাবমেরিনে
মার্কিন ‘হার্পুন’ পেল তাইওয়ান; মোতায়েন হবে সাবমেরিনে
জাহাজ বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে। তাইওয়ানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এন্ড্রো হাসিয়া বলেছেন, ‘নৌবাহিনীর দু’টি সাবমেরিনে বসানোর জন্য মার্কিন ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান এসে পৌঁছেছে।’ ২০০৮ সালে আমেরিকা থেকে সাড়ে ছয়শ’ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করে তাইওয়ান।
সাবমেরিনে ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্র বসানো হলে নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য অনেক বাড়বে বলে জানিয়েছে তাইওয়ান। মার্কিন ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর পাল্লা হচ্ছে ২৭৮ কিলোমিটার। সাধারণ টর্পেডোর চেয়ে এর পাল্লা দশ গুণ।
এর আগে গত বছরের মার্চে আমেরিকা অত্যাধুনিক দুটি বিমান তাইওয়ানের কাছে হস্তান্তর করে। উচ্চ প্রযুক্তির ওই দুই বিমানে সতর্কতামূলক সঙ্কেতের সব ধরনের ব্যবস্থা রয়েছে।
চীন প্রথম থেকেই তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। ২০০৮ সালে অস্ত্র চুক্তি সই হওয়ার পর চীন বলেছিল- এর ফলে দুই দেশের সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। চীন এখনো তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ‘তাইওয়ান প্রণালী’র মাধ্যমে তাইওয়ান ও চীন পরস্পর থেকে আলাদা হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন