সেরা ৪ মুসলিম বিজ্ঞানীকে 'মহানবী (সা.)' পুরস্কার দেবে ইরান

সেরা ৪ মুসলিম বিজ্ঞানীকে 'মহানবী (সা.)' পুরস্কার দেবে ইরান


ইরান ইসলামী বিশ্বকে বৈজ্ঞানিক উন্নয়নে উতসাহ দেয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখার জন্য চার জন মুসলিম বিজ্ঞানীকে 'ইসলামের মহানবী (সা.)' শীর্ষক ৫ লাখ ডলারের পুরস্কার ও একটি স্বর্ণপদক দেবে।

এই পুরস্কার বিষয়ক নীতি নির্ধারণী পরিষদের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত পুরস্কারের জন্য চার জন বিজ্ঞানীর মধ্যে তিন জনকে বাছাই কারা হবে মুসলিম দেশগুলো থেকে এবং চতুর্থ জনকে বাছাই করা হবে অমুসলিম দেশগুলো থেকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল তেহরানে সাংবাদিকদের বলেছেন, মুসলিম বিশ্বের বৈজ্ঞানিক উন্নয়ন ইসলামী ইরানসহ সব মুসলিম দেশগুলোরই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক জগতে মুসলিম দেশগুলোর বিজ্ঞানীদের সক্রিয় উপস্থিতি মুসলিম উম্মাহর আরেকটি লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন