'ইসরাইল সম্পর্কিত আরো বহু গোপন তথ্য জানেন স্নোডেন'

সাবেক মার্কিন গোয়েন্দা স্নোডেনের কাছে ইহুদিবাদী ইসরাইল সম্পর্কিত ফাঁস করার মত আরো গোপন তথ্য রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক গ্রিন ওয়াল্ড। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার লেখক গ্রিন ওয়াল্ডই প্রথম বারের মত অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যগুলো প্রচার কর

'ইসরাইল সম্পর্কিত আরো বহু গোপন তথ্য জানেন স্নোডেন'
সাবেক মার্কিন গোয়েন্দা স্নোডেনের কাছে ইহুদিবাদী ইসরাইল সম্পর্কিত ফাঁস করার মত আরো গোপন তথ্য রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক গ্রিন ওয়াল্ড।

ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার লেখক গ্রিন ওয়াল্ডই প্রথম বারের মত অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যগুলো প্রচার করে সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট করেছিলেন।
তিনি স্নোডেনের সঙ্গে সরাসরি সাক্ষাতও করেছিলেন।

গ্রিন ওয়াল্ড ইসরাইলের চ্যানেল টেন টেলিভশনকে সম্প্রতি জানিয়েছেন, ইসরাইল ও মধ্যপ্রাচ্য সম্পর্কিত অনেক গোপন তথ্য বা ঘটনা রয়েছে যা এখনও ফাঁস কিংবা প্রচারিত হয়নি, অথচ সেগুলো তারা স্নোডেনের তথ্য-ভাণ্ডার থেকে পেয়েছেন এবং সেগুলো দীর্ঘ অনেক সময়ের সঙ্গে সম্পর্কিত।

স্নোডেন গত বছর এ তথ্য ফাঁস করেছিলেন যে মার্কিন জাতীয় নিরাপত্তা এজেন্সি ও তার ব্রিটিশ সমকক্ষ জিসিএইচকিউ ২০০৯ সালে ততকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের একটি ই-মেইল ঠিকানাকে টার্গেট করেছিল এবং ইসরাইলের সিনিয়র সামরিক কর্মকর্তাদের ই-মেইল পর্যবেক্ষণও করছিল তারা।

ইসরাইল এইসব দাবি অস্বীকার করলেও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়ে বলেছিলেন, মিত্রদের মধ্যে এমন কিছু ঘটছে যা ঘটা উচিত নয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন