গোয়েন্দাবৃত্তির মামলা চললে গোপন তথ্য ফাঁস করবেন মুরসি
গোয়েন্দাবৃত্তির মামলা চললে গোপন তথ্য ফাঁস করবেন মুরসি
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশটির সব দল ও সংগঠনকেই এর সঙ্গে জড়ানো হবে। এর ফলে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে পড়বে।
মুহাম্মদ মুরসি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে মামলাটি চালু রাখা হলে গোয়েন্দা সংস্থাগুলোর কমান্ডারদেরকেও সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হবে। জেনারেল তানতাভি ও সামি আনানও তা থেকে বাদ যাবেন না।’ বিশ্বের শক্তিধর দেশগুলো পর্যন্ত এই বিচারে হস্তক্ষেপ করবে বলে জানান তিনি।
একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, আদালতে নিজের পক্ষে কোন আইনজীবীর প্রয়োজন নেই। নিজেই নিজের বক্তব্য তুলে ধরবেন।
বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেয়ার মামলায় আজ কারয়োর পুলিশ অ্যাকাডেমির আদালতে মুহাম্মদ মুরসিকে হাজির করার কথা রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন