৫ বছরের মধ্যে মহাশূন্যে টেলিযোগাযোগ উপগ্রহ পাঠাবে ইরান
৫ বছরের মধ্যে মহাশূন্যে টেলিযোগাযোগ উপগ্রহ পাঠাবে ইরান
আগামী ২০১৮ সালের মধ্যে মহাশূন্যে টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র- আইএসআরসি’র প্রধান হাসান কারিমি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ইরান দেশে তৈরি টেলিযোগাযোগ উপগ্রহ মহাশূন্যে পাঠানোর লক্ষ্যে কাজ করছে।
ইরান এ পর্যন্ত মহাকাশে ছয়টি উপগ্রহ পাঠিয়েছে। তবে সেগুলোর কোনটিই টেলিযোগাযোগ উপগ্রহ নয়। আগের স্যাটেলাইটগুলো মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে উতক্ষেপন করা হয়েছে।
২০০৯ সালে ইরান প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'উমিদ' বা 'আশা' উপগ্রহ মহাকাশে পাঠায়। ওই উপগ্রহটি প্রতি ২৪ ঘণ্টায় ১৫ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং ভূ-পৃষ্ঠে স্থাপিত কেন্দ্রে তথ্য-উপাত্ত পাঠায়। এরপর ইরান ২০১১ সালের মার্চে মহাকাশে জীবন্ত প্রাণী পাঠাতে সক্ষম হয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন