প্রচণ্ড শীতে জর্জরিত আমেরিকা, জনজীবনে বিরূপ প্রভাব
প্রচণ্ড শীতে জর্জরিত আমেরিকা, জনজীবনে বিরূপ প্রভাব
প্রচণ্ড শীতে জর্জরিত হয়ে পড়েছে আমেরিকা। গত দুই দশকের মধ্যে এবারই প্রথম বিপর্যয়কর আবহাওয়ার মুখোমুখি পড়েছে দেশটি। দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ ও তুষার ঝড় পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এরিমধ্যে দুর্যোগের কশাঘাতে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন এলাকার জনজীবন।
প্রচণ্ড ঠাণ্ডায় এ পর্যন্ত ১৬ জন মানুষ মারা গেছে। দেশজুড়ে বাতিল করা হয়েছে নয় হাজার ফ্লাইট। বন্ধ রয়েছে ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, অফিস-আদালত। বিপর্যয় দেখা দিয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়।
ঠাণ্ডা আবহওয়ার সঙ্গে শৈত প্রবাহে তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। শিকাগোতে তাপমাত্রা কমে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা। একান্ত প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন