আসাদের প্রতি আমাদের সমর্থনে ভাটা পড়বে না: হিজবুল্লাহ

আসাদের প্রতি আমাদের সমর্থনে ভাটা পড়বে না: হিজবুল্লাহ


লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলা ও হুমকির মাধ্যমে হিজবুল্লাহকে ঠেকিয়ে রাখা যাবে না। লেবাননের রাজধানী বৈরুতে আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট’ বা আইএসআইএল বোমা হামলা চালানোর পর এ বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। ওই সন্ত্রাসী গোষ্ঠী হুমকি দিয়ে বলেছে, সিরিয়ার সরকারের প্রতি সমর্থনের কারণে ভবিষ্যতে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলা চালানো হবে।

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এর আগে একাধিক বার বলেছেন, সিরিয়ার জনগণকে রক্ষার লক্ষ্যেই তারা সেখানকার বিদেশি মদদপুষ্ট তাকফিরি গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে।

সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা, দখলদার ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন