আইসিসিতে ইখওয়ানের অভিযোগ; মুরসির সঙ্গে সাক্ষাতে বাধা
আইসিসিতে ইখওয়ানের অভিযোগ; মুরসির সঙ্গে সাক্ষাতে বাধা
মোহাম্মদ মুরসি (ফাইল ছবি)
মিসরের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতার বিরোধী ততপরতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি’তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইখওয়ানুল মুসলেমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি।
গতকাল (সোমবার) লন্ডনে সংবাদ সম্মেলনে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির এক আইনজীবী জানান, তারা মিশরের সেনাবাহিনীর অপরাধের তদন্ত করতে আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী দেশটির রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনের নেতা, কর্মী ও সমর্থকদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, আগামী মাসে আইসিসি’র সঙ্গে ইখওয়ানের আইনজীবীরা বৈঠকে বসবেন। সেখানে মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উতখাত, শত শত মানুষ হত্যা, গুম, বিনা অপরাধ ও বিনা বিচারে কারাগারে আটক এবং নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
এদিকে, আলেকজান্দ্রিয়ার কারাগারে আটক ইখওয়ানুল মুসলেমিন নেতা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে তার আইনজীবীদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২ জানুয়ারি থেকে মুরসির সঙ্গে তার আইনজীবীদের দেখা করতে দেয়া হচ্ছে না।
এমনকি মুরসি পরিবারের সদস্যদের সঙ্গেও আর দেখা করতে দেয়া হচ্ছে না। সেনা সমর্থিত সরকারের এ আইনের তীব্র নিন্দা জানিয়েছে ইখওয়ান ও মুরসি পরিবার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন