শর্ত মেনে জেনেভা-২ সম্মেলনে অংশ নেবে না ইরান

শর্ত মেনে জেনেভা-২ সম্মেলনে অংশ নেবে না ইরান


ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপক রেজা আমেরি বলেছেন, কোন শর্ত মেনে সিরিয়া বিষয়ক জেনেভা-২ সম্মেলনে অংশ নেবে না তেহরান। জেনেভা-২ বৈঠকে ইরান অংশ নিলে সিরিয়া সমস্যার সমাধান দ্রুত বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, জেনেভা-২ সম্মেলনের মধ্যদিয়ে সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার সূচনা হতে পারে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে ইরান ২০১২ সালে সিরিয়া বিষয়ক প্রথম জেনেভা শান্তি সম্মেলনে যোগ দিয়েছিল। স্বাভাবিকভাবেই চলতি জানুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় জেনেভা-দুই সম্মেলনেও ইরানের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু মার্কিন সরকারের পাশাপাশি সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা আসন্ন শান্তি সম্মেলনে ইরানের অংশগ্রহণের বিরোধিতা করছে।

গত ২০ ডিসেম্বর জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি এ ব্যাপারে জেনেভায় রুশ ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, আসন্ন শান্তি সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি পরিষ্কার করে বলেন, ‘এটি বলতে দ্বিধা নেই যে, আমরা জাতিসংঘের পক্ষ থেকে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করছে।’
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন