ইরানের কাছে বোয়িং ইঞ্জিন বিক্রি করতে তুরস্ককে বাধা
ইরানের কাছে বোয়িং ইঞ্জিন বিক্রি করতে তুরস্ককে বাধা
ইরানের কাছে বোয়িং বিমানের ইঞ্জিন বিক্রি বন্ধ করতে তুরস্কের একটি কোম্পানিকে নির্দেশ দিয়েছে আমেরিকা।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জরুরিভিত্তিতে তুরস্কের থ্রিকে এভিয়েশন কনসাল্টিং অ্যান্ড লজিস্টিক্স কোম্পানিকে এ নির্দেশ দিয়েছে। গত শুক্রবার দেয়া এ নির্দেশে বলা হয়েছে-মার্কিন কর্মকর্তারা মনে করেন, মঙ্গলবার ইরান তুরস্কের এ কোম্পানির কাছ থেকে সেকেন্ডহ্যান্ড কয়েকটি ইঞ্জিন পেতে যাচ্ছে।
ইরানের পুইয়া এয়ারলাইন্সকে লক্ষ্য করে মূলত মার্কিন এ নির্দেশ জারি করা হয়েছে।
তুর্কি কোম্পানির পরিচালক বলেছেন, মার্কিন সরকারের এ নির্দেশের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং আমেরিকার বাইরে এ নিষেধাজ্ঞা কার্যকর কিনা তাও তার জানা নেই। তবে, বিষয়টি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তার কোম্পানি চেষ্টা করবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, তুরস্কের এ কোম্পানি ইরানি এয়ারলাইন্সের জন্য বিমানের ইঞ্জিন বিক্রি করে তার রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে। নির্দেশে মার্কিন কোম্পানি আদায়েরো ইন্টারন্যাশনাল ট্রেডের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এদিকে, মার্কিন শাস্তি এড়াতে তুর্কি কোম্পানি ইরানের কাছে পাঠানো বিমানের ইঞ্জিন ফেরত নেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। এ ঘটনায় ত্রুটি ধরা পড়লে শাস্তি হিসেবে তিনটি কোম্পানির ওপর ব্যাংকিং লেনদেন ও ছয় মাসের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন