সৌদিতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গাড়ি চালালেন ৬০ নারী

সৌদিতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গাড়ি চালালেন ৬০ নারী

সৌদি আরবে (শনিবার) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ৬০ জনের বেশি মহিলা গাড়ি চালিয়েছেন।
মহিলাদের গাড়ি চালানোর অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে সমগ্র সৌদি আরব জুড়ে মহিলার আজ একযোগে এ গাড়ি চালিয়েছেন। অবশ্য পুলিশ ও কট্টর উগ্রবাদী ওয়াহাবিরা আজ মহিলাদের তেমন জোরালো কোনো বাধা দেয়নি।
ইন্টারনেটে আপলোড করা প্রায় চার মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, ৩২ বছর বয়সী সৌদি মা আস-সাইয়ান রাজধানী রিয়াদের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন।
মহিলাদের গাড়ি চালানোর অধিকার আদায়ের ততপরতায় নিয়োজিত এই ওয়েব সাইটটি গত সেপ্টেম্বরে চালু করা হয়েছে। তখন থেকে এ ওয়েব সাইটে প্রায় প্রতিদিনই সৌদি মহিলাদের গাড়ি চালানোর ভিডিও প্রকাশ করা হচ্ছে।
কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নারী অধিকার কর্মী আজিজিয়া ইউসুফ বলেছেন, আন্দোলন কর্মীরা মহিলাদের গাড়ি চালানোর ১৩টি ভিডিও এবং ৫০টি ফোন বার্তা পেয়েছেন।
বিশ্বে একমাত্র সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ওয়াহাবি ধর্মীয় নেতাদের ফতোয়ার ভিত্তিতে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনো মহিলা গাড়ি চালানোর দুঃসাহস করলে তাকে গ্রেফতার ও বেত্রাঘাত পর্যন্ত করা যেতে পারে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন