‘সৌদি গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মকর্তা ছিলেন আল-মাজেদ’
‘সৌদি গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মকর্তা ছিলেন আল-মাজেদ’
লেবাননের রাজধানী বৈরুতের ইরান দূতাবাসে জোড়া বোমা হামলার দায়ে অভিযুক্ত সন্ত্রাসী মাজেদ আল-মাজেদ সৌদি আরবের গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মকর্তা ছিলেন। আরবি ভাষার কয়েকটি গণ-মাধ্যম এ খবর দিয়েছে।
এসব গণমাধ্যম বলেছেন, লেবাননের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর আল-মাজেদকে সৌদি আরবে ফেরত পাঠানোর জন্য বৈরুতের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল রিয়াদ।
জীবদ্দশায় সৌদি আরব, ইরাক, সিরিয়া, লেবানন, আফগানিস্তান এবং পাকিস্তানে সন্ত্রাসী ততপরতা চালিয়েছেন আল-মাজেদ। আল-কায়েদার মধ্য ও উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার সরাসরি যোগযোগ ছিল এবং নানা গোপন তথ্য জানা ছিল তার।
গত ১৯ নভেম্বর বৈরুতে ইরান দূতাবাসের সামনে শক্তিশালী জোড়া বোমা হামলায় ইরানের কালচারাল কাউন্সিলর ইব্রাহিম আনসারিসহ ২৫ জন নিহত এবং ১৫০ জনের বেশি লোক আহত হয়। আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সহযোগী গোষ্ঠী ‘আব্দুল্লাহ আজ্জাম’ ব্রিগেড ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
গতমাসে বৈরুত থেকে ওই ব্রিগেডের সৌদি কমান্ডার মাজেদ আল-মাজেদকে গ্রেফতার করে লেবাননের পুলিশ। বৈরুতের একটি সামরিক হাসপাতালে আল-মাজেদ মারা গেছে বলে গত ৪ জানুয়ারি লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়। ইরান তার মৃত্যুকে সন্দেহজনক বলে অভিহিত করে এ ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন