জর্দান উপত্যকা প্রশ্নে মার্কিন প্রস্তাবের প্রতিও ইসরাইলের বৃদ্ধাঙ্গুলি

বর্ণবাদী ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইউভাল স্টেইনিট্‌য বলেছেন, জর্দান উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন প্রস্তাব মানা হবে না। তিনি বলেছেন, ‘জর্দান উপত্যকার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে থাকবে। যারা আন্তর্জাতিক বাহিনী, ফিলিস্তিনি পুলিশ অথবা প

জর্দান উপত্যকা প্রশ্নে মার্কিন প্রস্তাবের প্রতিও ইসরাইলের বৃদ্ধাঙ্গুলি

বর্ণবাদী ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইউভাল স্টেইনিট্‌য বলেছেন, জর্দান উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন প্রস্তাব মানা হবে না। তিনি বলেছেন, ‘জর্দান উপত্যকার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে থাকবে। যারা আন্তর্জাতিক বাহিনী, ফিলিস্তিনি পুলিশ অথবা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছে,তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে উপলব্ধি করতে পারেনি।’
জর্দান উপত্যকায় ইসরাইলি ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু ইসরাইল বলছে, ওই এলাকার নিরাপত্তার জন্য অন্য কোন দেশের বাহিনী মোতয়েনের সুযোগ দেয়া হবে না।
ইসরাইল ১৯৬৭ সালে জর্দানের কাছ থেকে জর্দান উপত্যকা দখল করে নেয়। এরপর থেকে এ পর্যন্ত সেখানে ইহুদিবাদীদের জন্য বিপুল সংখ্যক ঘর-বাড়ি নির্মাণ করেছে তেল আবিব। আমেরিকা মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে আগ্রহী বলে বার বার দাবি করে আসলেও সব সময় ইসরাইলের পক্ষেই কাজ করেছে। ইসরাইলের স্বার্থ রক্ষা করে চলার পরও আমেরিকার অনেক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে চলেছে তেল আবিব।
সূত্রঃ তেহরান রেডিও

নতুন কমেন্ট যুক্ত করুন