ব্যাংককের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী; সরকার পতনের ডাক
ব্যাংককের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী; সরকার পতনের ডাক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় আবারো বড় ধরনের বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। আজকের (রোববার) এ বিক্ষোভ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ও সংসদ নির্বাচন প্রত্যাহারের দাবি জানায় তারা।
আগামী ১৩ তারিখ থেকে রাজধানী ব্যাংকক দখল করে নেয়ার পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজে যোগদান করা থেকে বিরত রাখারও ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো।
এদিকে, নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ‘পিউ থাই পার্টি’। আগামী ২ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। যদিও সরকার বিরোধী দলগুলো এ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছ।
থাইল্যান্ডের বিরোধীদলগুলো প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে অরাজনৈতিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালেও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বিরোধীদলগুলো এ নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে।
২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে দেশটির নির্বাচন কমিশন বলেছে, সহিংসতার কারণে দেশে আগামী ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ করা ঠিক হবে না; কারণ, চলমান পরিস্থিতিতে প্রার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে উচ্চমাত্রার সংশয় রয়েছে।
গত ৩১ অক্টোবার থেকে থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী ইংলাক সরকার ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করলেও বিরোধীদল তা মানছে না। তারা এখন ইংলাকের পদত্যাগ দাবি করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন