নির্বাচনী সহিংসতায় নিহত ১৯, ভোটগ্রহণ স্থগিত ৩০৪ কেন্দ্রে

নির্বাচনী সহিংসতায় নিহত ১৯, ভোটগ্রহণ স্থগিত ৩০৪ কেন্দ্রে


বাংলাদেশের বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে এখন পর্যন্ত ১০ জেলায় ১৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে দিনাজপুরে ৩ জন, রংপুরে পীরগাছায় ২ জন, নীলফামারীতে ২ জন, ফেনীর সোনাগাজীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, নওগাঁয় ১ জন, চট্টগ্রামের লোহাগড়ায় ১ জন এবং লালমনিরহাটে ১ জন, মুন্সীগঞ্জে ১ জন, গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ জন, যশোরের মনিরামপুরে ১ জন।

এদিকে, ভোটকেন্দ্র হামলা, আগুন ও ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন কারণে এ পর্যন্ত ৩০৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

দিনাজপুরে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ৩
দিনাজপুরের পার্বতীপুরে মিছিল করার সময় যৌথ বাহিনীর গুলিতে মাসুদ রায়হান (৩২) নামে এক জাগপা নেতা নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের সামনে মিছিল করে ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সেখান দিয়ে যাওয়ার সময় ১৮ দলের নেতাকর্মীরা তাদের গাড়িতে হামলা চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা মিছিলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে মাসুদ রায়হান নিহত হয়। মাসুদ রায়হান পার্বতীপুর উপজেলা জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে জেলার সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জামাদী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া, পার্বতীপুরে নির্বাচনী সহিংসতায় চর্তুমুখী সংঘর্ষে আব্দুল ওয়াহিদ (৩৫) এক আনসার সদস্য নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালান ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময়ে তারা ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে বাবুল হোসেন মারা যান। নিহত বাবুল সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বিএনপি নেতা ছিলেন। ওই সংঘর্ষের সময় প্রিসাইডিং কর্মকর্তা, ২ পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুরে শিবিরকর্মী নিহত
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাই কালে পুলিশের সাথে সংঘর্ষে স্থানীয় শিবির কর্মী মো. রুবেল (২২) নিহত হয়েছে। আজ বোরবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে ২ বিএনপিকর্মী ও ১ প্রিসাইডিং অফিসার নিহত
ঠাকুরগাঁওসদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (২৫) ও হারুন অর রশিদ (৩৫) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ১৮ দলের নেতাকর্মীরা ওই কেন্দ্রে বেলা ২টার দিকে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে ২ বিএনপি কর্মী নিহত হয়। এসময় স্থানীয় লামচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, রামগঞ্জ থানা পুলিশের এসআই মো: ফরহাদ হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়।

এর আগে ঠাকুরগাঁওয়ের সেতরিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার জোবায়েদুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছে।

রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের অস্ত্র ও ব্যালট বাক্সও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর থেকেই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাতক রয়েছেন। রাত পৌনে একটার দিকে ঘটনাস্থলে র্যােবের দুটি গাড়ি পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া, সদর উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সালন্দর উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভোট কেন্দ্রেও আগুন দিয়েছে বিরোধীদলের নেতা কর্মীরা।

ফেনীতে পুলিশের গুলিতে ২ বিএনপি কর্মী নিহত
ফেনীর সোনাগাজীতে যুবলীগের সঙ্গে সংঘর্ষে দুই যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামশেদ আলম ও শহীদুল্লাহ। বিএনপির এক কর্মী। অপর দিকে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টায় উপজেলার চরচান্দিয়ার ভোটগ্রহণ বন্ধ করতে গেলে এ ঘটনা ঘটে।

রংপুরে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ২ কর্মী নিহত
রংপুর জেলার পীরগাছা দেওতি মেকুরা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে পারুলি ইউনিয়নের ভোটকেন্দ্রে জামায়াত-শিবির কর্মীরা অগ্নিসংযোগ করতে যায়। এ সময় পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই জামায়াত কর্মী মিরাজুল ও শিবির কর্মী হাবিবউজ্জামান হাবিব নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরো ১০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীতে পুলিশের গুলিতে জামায়াত ২ কর্মী নিহত
নীলফামারীতে জামায়াতের দুই কর্মী নিহত হয়েছে। নিহত একজন হলেন মমতাজ আলী (৫৫)। অপর জন হলেন জাহাঙ্গীর আলম (৩০)।

জানা গেছে, ডিমলা উপজেলায় অন্তত অর্ধশত কেন্দ্রে হামলা ও ব্যালট পেপারে অগ্নিসংযোগের সময় যৌথ বাহিনীর গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হন।

শনিবার রাত ২টার দিকে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ব্যাপারীতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর খালিশা ছোটখাতা ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন।

এছাড়া, জলঢাকা উপজেলার বালাপাড়ার কাচারি ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন মমতাজ উদ্দিন (৪০) নামে একজন সহকারী শিক্ষক। এলাকাবাসী জানিয়েছেন, নিহম মমতাজউদ্দিন একজন জামায়াত কর্মী। সকাল সাড়ে ১০টার এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

লালমনিরহাটে আহত স্বেচ্ছাসেবকদল কর্মীর মৃত্যু
লালমনিরহাটে পাটগ্রামে গতরাতে আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক নিহত হয়েছিল। এনিয়ে দুই জনের মৃত্যু হয়। এদিকে লালমর্নিহাটের পাটগ্রামের বালাপাড়া ভান্ডারদা ও বালাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স লুট হয়েছে। পিজাইডিং অফিসার আহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের ভান্ডারদা ও বালাকুড়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার লুট, প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।

মুন্সীগঞ্জে ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া ভোট কেন্দ্রের পাশের একটি পুকুর থেকে ছাত্রদল কর্মী কঙকন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে পুলিশ শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে পুলিশের ধাওয়ায় পানিতে ঝাঁপ দেয়। প্রচণ্ড শীতের কারণে পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সভাপতি সামিম মোল্লা জানান, নিহত কঙকন মিয়া (২৮) কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক।

নওগাঁয় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১
নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে ভোটদানে বাধা দেয়াকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সাথে ১৮ দলের নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে মান্দা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান নিশ্চিত করেছেন।

গাইবান্ধায় জামায়াতকর্মী নিহত
গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় আওয়ামী লীগ -জামায়াত সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জামায়াতের শাহাবুল নামে একজন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন ।
চট্টগ্রামে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত
চট্টগ্রামের লোহাগড়া ‍উপজেলার বড়হাটিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে লালু মিয়া (২২) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে।

যশোরে জামায়াতকর্মী নিহত
যশোরের মনিরামপুরে দূর্বাডাঙা এলাকায পুলিশের গুলিতে আহত জামায়াত কর্মী মতিউর রহমান (১৮) বিকাল পাঁচটায় মারা যান।

৩০৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়া সহ নাশকতার কারণে সারাদেশে ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসি সূত্রে জানা গেছে, রংপুরে ৮৪টি, গাইবান্ধায় ৪৩টি, নীলফামারীতে ৯টি, দিনাজপুরে ৪৫টি, বগুড়ায় ১৩টি, হবিগঞ্জে ২টি, লক্ষ্মীপুরে ৩টি, চট্টগ্রামে ২টি, ঠাকুরগাঁওয়ে ৭০টি, কুমিল্লায় ৯টি, জামালপুরে ৪টি, ঠাকুরগাঁওয়ে ৩, যশোরে ২০ ও ফেনীতে ১টিসহ মোট ৩০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রের মধ্যে দুই শতাধিক কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিরোধী জোটের আন্দোলন উপেক্ষা করে ও নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের অংশগ্রহণ এবং ২৮ দলের নির্বাচন বয়কটের মধ্য দিয়ে ৫৯টি জেলার ১৪৭ আসনে একতরফা, সমালোচিত ও প্রশ্নবিদ্ধ দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। বাকি ১৫৩টি আসনে একক প্রার্থী থাকায় ওই আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। নিরাপত্তার কাজে সেনাবাহিনীসহ পৌনে ৪ লাখ সদস্য মোতায়েন করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন