সৌদি সন্ত্রাসীর মৃত্যুর ব্যাপারে তদন্ত চেয়েছে ইরান

সৌদি সন্ত্রাসীর মৃত্যুর ব্যাপারে তদন্ত চেয়েছে ইরান


বৈরুতের ইরান দূতাবাসে জোড়া গাড়িবোমা হামলার পরে দৃশ্য
লেবাননের ইরান দূতাবাসে হামলার মূল পরিকল্পনাকারী মাজেদ আল-মাজেদের রহস্যজনক মৃত্যুর তদন্ত চেয়েছে ইরান।

আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, কুখ্যাত এ সৌদি সন্ত্রাসীর কাছ থেকে যখন সন্ত্রাসবাদের অনেক তথ্য পাওয়া যেত তখন নিরাপত্তা হেফাজতে তার মৃত্যু স্বাভাবিক নয়। মাজেদের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

লেবাননের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, কিডনি অকার্যকর হয়ে যাওয়ার কারণে বৈরুতের একটি হাসপাতালে আল-মাজেদের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার লেবাননের সেনাবাহিনী ডিএনএ পরীক্ষার মাধ্যমে আটক ওই সৌদি সন্ত্রাসীরা পরিচয় নিশ্চিত করে।

গত ১৯ নভেম্বর বৈরুতের ইরান দূতাবাসের সামনে দু’টি ভয়াবহ গাড়িবোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ইরানি কালচারাল কাউন্সিলরসহ অন্তত ২৫ জন নিহত ও অপর প্রায় ১৫০ ব্যক্তি আহত হয়। ওই ঘটনার মূল পরিকল্পনাকারী মাজেদকে গত সপ্তাহে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী। তাকে আটকের ফলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সৌদি পৃষ্ঠপোষকতায় বহু সন্ত্রাসী হামলার রহস্য উন্মোচনের পথ সুগম হয়। ইরান লেবাননের কাছে দাবি জানায়, ইরান দূতাবাসে হামলার ঘটনায় জড়িত বলে মাজেদের জিজ্ঞাসাবাদে ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিত থাকতে দিতে হবে। অন্যদিকে সৌদি আরব তার দেশের সন্ত্রাসীকে রিয়াদের হাতে তুলে দেয়ার আহ্বান জানায়।

আর এরইমধ্যে বৈরুতের একটি সামরিক হাসপাতালে মাজেদের রহস্যজনক মৃত্যু হয়। সৌদি কুখ্যাত সন্ত্রাসী মাজেদ এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীদের পক্ষে লড়াই পরিচালনার জন্য সিরিয়া সফর করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন