প্রাগে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দুর্ঘটনায় মারা যাননি: মেয়ে
প্রাগে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দুর্ঘটনায় মারা যাননি: মেয়ে
নিহত রাষ্ট্রদূত জামাল আল জামাল
চেক প্রজাতন্ত্রে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল যে বিস্ফোরণে নিহত হয়েছেন সেটি দুর্ঘটনা ছিল না বলে দাবি করেছেন তার মেয়ে রানাল আল-জামাল।
চেক দৈনিক ড্যানেস’কে দেয়া এক সাক্ষাতকারে রানাল বলেছেন, তার পিতা দুর্ঘটনায় মারা যাননি। প্রাগে নিজের ভাড়া করা বাসায় অসতর্কভাবে বিস্ফোরক নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণে জামাল নিহত হয়েছেন বলে চেক কর্তৃপক্ষ যে খবর প্রচার করেছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন রানাল।
জর্দান নদীর পশ্চিম তীরে নিজেদের বাসভবন থেকে দেয়া সাক্ষাতকারে রানাল বলেন, সম্প্রতি প্রাগে ফিলিস্তিন দূতাবাস স্থানান্তরের সময়ে তৃতীয় কোনো গোষ্ঠী ওই বিস্ফোরক আগে থেকে পেতে রেখেছিল।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল গত ১ জানুয়ারি নিহত হওয়ার পর চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছিল, একটি বাক্স অসতর্কভাবে খুলতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছেন তিনি। বাক্সের ভেতর এমনভাবে বিস্ফোরক রাখা ছিল যাতে সেটির ঢাকনা খুললেই তা বিস্ফোরিত হয়। জামালের মেয়ে রানাল বলেন, কেউ নিজের বাসভবনে এরকম বিস্ফোরক রেখে তার মুখ অসতর্কভাবে খুলতে যায় না। ওই বিস্ফোরক বাক্সের ভেতর ছিল না বরং আগে থেকে বাক্সের নীচে পেতে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। রানাল বলেন, বাক্সটি এর আগেও তার পিতা এবং দূতাবাসের কর্মকর্তারা বহুবার খুলেছেন কিন্তু কোনো সমস্যা হয়নি।
২০১২ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে সংস্থাটির পর্যবেক্ষক সদস্যের মর্যাদা পায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ওই ভোটাভুটিতে চেক প্রজাতন্ত্র ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছিল। তখন থেকে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্কে টানাপড়েন চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন