ওহাবিদের সন্ত্রাসী তাণ্ডব পাকিস্তানকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে

ওহাবিদের সন্ত্রাসী তাণ্ডব পাকিস্তানকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে

ওহাবিদের সন্ত্রাসী তাণ্ডব পাকিস্তানকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর কোয়েটার উপকণ্ঠে সন্ত্রাসী হামলায় একদল শিয়া জিয়ারতকারী নিহত হয়েছে। এ হামলা থেকে প্রমাণিত হয়, সন্ত্রাসীরা নিরীহ মানুষ হত্যা এবং সাম্প্রদায়িক সংঘাত বাধানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

পাকিস্তানের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইরান সীমান্ত পার হয়ে শিয়া মুসলিম জিয়ারতকারীরা কোয়েটা শহরের কাছে পৌঁছার পর আগে থেকেই বাসে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়। এতে সাত জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের মহাসচিব আল্লামা নাসের আব্বাস জাফরি গতকাল জিয়ারতকারীদের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। গত কয়েক বছরে পাকিস্তানের জনগণ বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা বহুগুণে বেড়ে গেছে।

গত বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও পাকিস্তানের কোয়েটায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ২০০ এর বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫০ জন আহত হয়েছিল। এ ছাড়া মাত্র কয়েক মাস আগেও কোয়েটার শিয়া অধ্যুষিত আলী আবাদ শহরে অপর এক সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত এবং ৭০ জনের বেশি লোক আহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ দেশটির অন্যান্য কর্মকর্তারা এ ধরনের হামলার নিন্দা জানালেও এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও সেদেশের জনগণ মনে করেন, এভাবে সন্ত্রাসী হামলা বন্ধ করা সম্ভব নয়। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সেপাহে সাহাবা ও লস্করে জাঙ্গভির মত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ততপরতার কথা সেদেশের নিরাপত্তা বাহিনীর জানা আছে। সম্প্রতি আরেক সন্ত্রাসী গ্রুপ তেহরিকে তালেবানও সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এবং জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ওহাবি চিন্তাধারায় পুষ্ট সন্ত্রাসী গ্রুপগুলোর প্রতি রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশের সমর্থনের কারণে পাকিস্তানের জাতীয় ঐক্য ও নিরাপত্তা আজ মারাত্মক হুমকির সম্মুখীন। এ কারণে পাকিস্তান জামায়াত ইসলামী দলের নেতা সাইয়্যেদ মনোয়ার হোসেনসহ অন্যসব রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী আব্দুল মালেক বেলুচও জিয়ারতকারীদের বহনকারীদের গাড়িতে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন। তবে প্রদেশটির কর্মকর্তাদের মতে, সন্ত্রাসী হামলা বন্ধ করতে হলে সব রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাদের মধ্যে সহযোগিতা জরুরী। যাতে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাসীদের ততপরতা রোধ করা যায়।

চলমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তালেবানদের আধ্যাত্মিক নেতা সামিউল হকের সাক্ষাত এবং জমিয়তে ওলামায়ে ইসলামীর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের সাক্ষাত হয়েছে। এ সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সেদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তাদের সহযোগিতা কামনা করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন