লেবাননে নতুন করে বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান

লেবাননে নতুন করে বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান


লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে বৃহস্পতিবারের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম ওই নিন্দা জানিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধকামী জনগণ তাদের বিজ্ঞচিত নেতাদের সঙ্গে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ইসরাইলি প্রচেষ্টা রুখে দেবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ বৈুরতের হারেত-হেরিক এলাকায় এক শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

যারা লেবাননের নিরাপত্তা, স্থিতিশিলতা ও ঐক্য নষ্ট করতে চায় লেবাননের জনগণ ও সরকার বিচক্ষণতার সঙ্গে তাদের হাত কেটে ফেলবে।

গতকালের বিস্ফোরণ সম্পর্কে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন আল-মানারে প্রচারিত খবরে বলা হয়েছে, এ সংগঠনের রাজনৈতিক দপ্তর থেকে মাত্র ২০০ মিটার দূরে ব্যাপক ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন